টিপ্পনী

খবর:(আলমডাঙ্গার গড়গড়িতে রঙ্গলীলা করতে গিয়ে আটক)

রসালো কাজ ঘ্যাঁচাং ঘ্যাঁচ
গভীররাতে লাগলো প্যাঁচ
বেহায়া সব মুচকি হাসে
বেরসিকে ধরলো ক্যাচ।

কার ঘরে কে মারে খ্যাপ
শুনে মানুষ ঝাড়ে ছ্যাপ
শুয়ে বসে আয়েশ করে
পূরণ করে কিসের গ্যাপ?

তোরা কি সব ভড়ের গ্যাল
পারলে লীলা তোরাও খ্যাল
লজ্জাগুলো শিকেয় তুলে
নরদমাতে শরম ফ্যাল!

_আহাদ আলী মোল্লা।
১৩.০২.২০১৬

Comments (0)
Add Comment