টিপ্পনী

খবর: (দামুড়হুদায় দালালমুক্ত ভূমি অফিস ঘোষণার প্রতিশ্রুতি)

ভূমির দালাল কুমির দালাল
লম্বা তাদের ভুঁড়ি,
খেয়ে খেয়ে পেট করেছে
বুড়ো গাছের গুঁড়ি।

মাল খাওয়াতে ওই বাবুদের
নেই তুলনা তাই,
খুঁজে খুঁজে হজম করে
যেইখানে যা পায়।

সকাল বিকেল হজম বাবু
ফন্দিফিকির আঁটে,
যতোই সরাও যতোই তাড়াও
থাকবে ওরা মাঠে!

_আহাদ আলী মোল্লা।

Comments (0)
Add Comment