টিপ্পনী

খবর:(মেহেরপুরে বিকাশে টাকা নিতে গিয়ে স্কুলশিক্ষিকা নওরীন শ্রীঘরে)
আপুর খুবই খায়েশ ছিলো
আয়েশ করে খাবেন,
পরের টাকায় উড়াল দিয়ে
কুয়াকাটায় যাবেন।

মাস্টারি আর ভাল্লাগে না
রাণী হবেন জিনের,
হওয়ার ওপর ঘর বানাবেন
খোদ জাপানি টিনের।

কিন্তু খায়েশ মিটলো না তার
পুলিশ দিলো বাগড়া,
রাগে ক্ষোভে নিজের দু গাল
খামচে করেন দাগড়া।
_আহাদ আলী মোল্লা।

Comments (0)
Add Comment