টিপ্পনী

খবর:(স্বামীর প্রবাসে অবস্থানের সুযোগে ধর্ম দুলা ভাইয়ের সাথে বিয়ে)
স্বামী থাকেন ভিন দেশে গো
মন টেকে না তাই,
ফোনের কলে আপন হলেন
রসের দুলা ভাই।

মনের বাতিক কে থামাবে
ভাল্লাগে না আর,
তাই ভেঙেছি বুড়ো স্বামীর
ঘর পোড়া সংসার।

পড়শীরা কেউ ভুল বুঝো না
ভুল করিনি আমি,
নাগর তুলে ঘরে নিলাম
তাই দুলা ভাই স্বামী।

Ñআহাদ আলী মোল্লা।

Comments (0)
Add Comment