টিপ্পনী

খবর: (দামুড়হুদায় ধারের টাকা না দেয়ায় শাশুড়ির ওপর রাগ করে স্ত্রী তালাক)

জামাই বাবু উদার মানুষ
কী যে দারুণ আখলাক,
মুখের কথায় শাশুড়িকে
ধার দিয়ে দেন লাখ লাখ।

ডিম খাওয়ালেন মাছ খাওয়ালেন
ফিরনি কাবাব কোপ্তাও,
যায় না চেনা ভিজে বেড়াল
জামাই বাবুর গোঁফ তাও।

মুরগি গেল গাড়ার পেটে
ধূর্ত গাড়া পগার পার,
জামাই তো নয় কেউটে কুলিন
যা হারামি ছ’ গাঁর পার।

Comments (0)
Add Comment