টিপ্পনী

খবর:(মুজিবনগরে উন্মুক্ত সরস্বতী খাল বেদখল)

খাল বেদখল জাল বেদখল
বাড়ি ঘরের চাল বেদখল
নৌকা ও তার পাল বেদখল
দখল সবই দখল,
যাচ্ছে খুবই ধকল।

হাট বেদখল ঘাট বেদখল
রেলের জমি মাঠ বেদখল
সুন্দরী বউ খাট বেদখল
দখল সবই দখল,
যাচ্ছে খুবই ধকল।

দালান কোঠা ঘর বেদখল
খাস জমি-ভূঁই চর বেদখল
নতুন বধূ-বর বেদখল
দখল সবই দখল,
যাচ্ছে খুবই ধকল।

_আহাদ আলী মোল্লা।
28.01.2016

Comments (0)
Add Comment