টিপ্পনী

খবর: (মেহেরপুরে তাড়ি খাওয়ার অপরাধে ৬ জনের জরিমানা)

তাড়ি খোরের হোদারা সব
গেলাসে খায় তাড়ি,
ওদের অনেক অনুসারী
ভক্ত কাড়ি কাড়ি।

ওরা গোটা সমাজ জ্বালায়
বদমাইশের ধাড়ি
ওদের ধরে পুলিশ নাকি
ওয়াশ করে নাড়ি।

মাতাল হয়ে মাঠে ওরা
চালায় রেলের গাড়ি,
চোরের মায়ের বড় গলা
ওরাই মারে ঝাড়ি।

আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment