টিপ্পনী

খবর:(ইয়াবাসহ দুই মেডিকেল রিপ্রেজেনটেটিভ আটক)

সবাই যদি ইয়াবা খোর হয়
সবাই যদি যায় করে নয়ছয়
কেমন করে থাকবে সমাজ টিকে
সব যেন ছাই লাগছে ফিকে ফিকে।

সবাই যদি গাঁজায় মারে টান
সবাই যদি হাতে ঘোরায় গান
কেমন করে সমাজ বলো চলে
সবই যেন ডুবছে রসাতলে।

সবাই যদি নিচের দিকেই যায়
ঝেড়ে ঝুড়ে সব যাবে গোল্লায়
কে বাঁচাবে সবুজ সোনার দেশটা
ভালো হয়ে করো চলার চেষ্টা।

_আহাদ আলী মোল্লা।
২৬.০১.২০১৬

Comments (0)
Add Comment