টিপ্পনী

খবর:(মেহেরপুরের আশরাফপুরে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ : ধর্ষক আটক)

মনে মনে আকাম করো
ভাবছো লোকে জানবে না,
বুদ্ধি হারা ওই যুবতী
অশ্রু ফেলে কানবে না?

খাইলে ধরা ঘাটের মরা
আগেই সেটা বুঝলে না,
কোথায় যাবা থাকবা কোথায়
পালানো পথ খুঁজলে না।

চোদ্দ শিকের বন্দিদশায়
লাগছে কেমন বলছো না,
গায়ের বিষে নিজের দু কান
আচ্ছা রকম মলছো না?

_আহাদ আলী মোল্লা।
11.01.16

Comments (0)
Add Comment