খবর: (দর্শনায় শিশু কনসালটেন্ট পরিচয়ে শিশুর ভুল চিকিৎসার অভিযোগ)
সব রোগেরই চিকিৎসা দিই
ওষুধ আমার কাছে,
অনেক বছর এ কাজ করি
অভিজ্ঞতাও আছে।
জ্বর ক্যান্সার বাতের ব্যথা
যক্ষ্মা হুপিং কাশি,
ন্যাংড়া খোঁড়া জোয়ান বুড়ো
শিশু খালা মাসি-
সব রোগেরই একই ওষুধ
এক ধরনের ডোজ-
তাতেই রোগী পুরো খাড়া
নিয়ে দেখুন খোঁজ
আমার ডোজে বেজায় ধক
আমিই সেরা চিকিৎসক!
আহাদ আলী মোল্লা