টিপ্পনী

খবর: (কাজী আরেফ হত্যা মামলায় তিনজনের ফাঁসি কার্যকর)

সারা জীবন ভাব নিয়েছো
রাস্তা ঘাটে বড়াই,
খুন খারাবির মামলা শেষে
আদালতে গড়াই।

তলার ভাতে নুন দিলে না
করলে টাকা আদায়,
রক্ত নিয়ে খেললে খেলা
ভরলে তবিল চাঁদায়।

দিন ফুরোলো সন্ধ্যা হলো
সব গিয়েছে চুলোয়,
লড়াই বড়াই মিশলো কোথায়
এক্কেবারে ধুলোয়!

-আহাদ আলী মোল্লা।

Comments (0)
Add Comment