টিপ্পনী

টিপ্পনী
খবর:(বিএসএফের ক্যাম্পে বাংলাদেশি যুবকের লাশ)
দাদার দেশে ভাই হারালো
ভাই হয়েছে লাশ,
নম নম করেই গেলাম
আমরা যেন দাস।

দাদা সাহেব বড় মানুষ
কথার বড় ধার,
সারা জীবন দিয়েই গেলাম
আদাব নমস্কার।

তাও দাদা জান হন না খুশি
ঘায়েল করেন বেশ,
মুচকি হেসে মনে মনে
মেরে ছাড়েন তেশ।
_আহাদ আলী মোল্লা।

Comments (0)
Add Comment