টিপ্পনী

খবর:(লাইফ সাপোর্টের নামে মৃত ব্যক্তিকে জিম্মি করে টাকা আদায় বন্ধের দাবি)

চালাকি বেশ করে করে
ভরছো টাকা ধামায়,
লাশের সাথে হচ্ছে কী সব
করছো টাকা কামায়।

মানুষ নামের পশুর মতো
করছো খুবই বাড়াবাড়ি,
একটা বিহিত হয়ে যাবে
কাল পরশু তাড়াতাড়ি।

ব্যবসা ভালোই টিকলে হয়
ঠেকে ঠেকে শিখলে হয়
নইলে আছে খবর;
বাড় বেড়েছে যবর তোদের
বাড় বেড়েছে যবর!

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment