টিপ্পনী

টিপ্পনী
খবর:(চলন্ত করিমনে শ্বশুরের ওপর চাকু নিয়ে হামলে পড়লো জামাতা)

জামাই বাবু ক্ষ্যাপা ভীষণ
ভাবটা যেন পশুর,
মানে না সে আত্মীয়তা
শাশুড়ি বা শ্বশুর।

সদায় রাগী সদায় আগুন
কী বেয়াদব জামাই,
একটুখানি রেগে গেলেই
ভীষণ মাথা ঘামায়।

হায়রে জামাই পচা জামাই
তার কাছে সব ফেল,
চাকু দিয়ে শ্বশুর মারে
নেই কোনো আক্কেল!

আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment