টিপ্পনী

অতি চালাক
-আহাদ আলী মোল্লা

আদেশ নিষেধ মানে না যে
সেই তো আসল ভণ্ড,
কথায় কথায় সেই বেশি দেয়
নগদ টাকার দণ্ড।

অতি চালাক হলেই ওঠে
গলায় দড়ি তার,
বেঘোর বেঘোর অবস্থাতে
খাটে না আবদার।

ফাঁকিবাজির লিমিট থাকে
তাও মানে না যে,
লজ্জা শরম খুইয়ে আবার
কেন্দে বেড়ায় সে।

অল্প কথায় বোঝা ভালো
খুব সেজো না চতুর,
গচ্চা দিতে দিতে শেষে
হয়ে যাবে ফতুর।

সূত্র: (আলমডাঙ্গায় সরকারি আদেশ অমান্য করায় ১৩জনকে জরিমানা)

Comments (0)
Add Comment