চিচিং ফাঁক
আহাদ আলী মোল্লা
মাংস ডিমের আকাল দেশে
সবজি খেতেও মানা,
কদিন ধরেই ভোর বেলা তাই
খাচ্ছি আলু ছানা।
ইফতারে খাই কুমড়ো বড়া
সঙ্গে কলের পানি,
পান্তা ভাতের আমানি খায়
আমার নানা-নানি।
ভালোই আছি খাচ্ছি ভালোই
নিচ্ছি না তেল পাতে,
দিনের বেলায় থাকছি রোজা
পাচ্ছি খিদে রাতে।
দাদা বলেন আর কটা দিন
সবুর করে থাক,
খাদ্য পাবি, চিচিং ফাঁকের
মন্ত্র শিখে রাখ।
সূত্র (সবজির দাম আকাশছোঁয়া, লেবুর হালি ৬০ টাকা)