ওরা ভীষণ পাজি;
নানান ছলে কায়দা রকম
যায় করে কারসাজি।
দাম জিনিসের বাড়ে;
জানের জ্বালায় মরছি বাবা
ঋণের বোঝা ঘাড়ে।
জিনিসপাতির দামে;
টেনশনে লোক ফিট হয়ে যায়
আমজনতাও ঘামে!
ফন্দি ফিকির কতো;
দেখছি সবাই হাট বাজারে
জ্বলছে আগুন মতো।
আগুন আগুন দর;
আমরা সবাই হচ্ছি ফতুর
ওরা সয়ম্ভর
সূত্র: (দামের কারসাজি বন্ধে মাঠে প্রশাসন)