টিপ্পনী
ম্যাডাম তুমি-আহাদ আলী মোল্লা
ম্যাডাম তুমি
আহাদ আলী মোল্লা
ম্যাডাম তোমার কাণ্ড দেখে
মরছি হেসে হেসে,
কিন্তু আমার কষ্ট এখন
বুকের সাথে মেশে।
বাল্যবিয়ের এই যে নজির
দেখালে কও ক্যান,
আইন কানুন নিয়ে তোমার
নেই ধারণা ধ্যান?
লজ্জাতে মুখ লাল হয়ে যায়
বলবো এসব কারে,
এমন আজব ঘটনা কও
কে ঘটাতে পারে?
নাদান লোকের কর্ম এসব
টের পেয়েছি বেশ,
গবেট লোকের এমন কাজের
হবে না কি শেষ?
সূত্র (চুয়াডাঙ্গায় নিজ স্কুলের ছাত্রীকে পুত্রবধূ করলেন শিক্ষিকা)