কিশোর গ্যাং
আহাদ আলী মোল্লা
আমরা কোথায় যাচ্ছি ওসব
বলবো বলুন কাকে,
আমার তোমার এই অপরাধ
কারা ঢেকে রাখে?
আমরা মানুষ এই সমাজের
নই নিরাপদ কেউ,
চলার পথে লেগেই আছে
আজব কিছু ফেউ।
এখন দেখি কিশোর গ্যাংয়ের
শক্তি সাহস বাড়ে,
মামলা আছে ডজন ডজন
একেকজনের ঘাড়ে।
ওদের জ¦ালায় সমাজ কাঁপে
মানুষ কাঁপে তাও,
কিশোর গ্যাংয়ের দাপট চলে
যাও গো দেখে যাও।
সূত্র: (গাংনীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে তিনজন জখম)