টিপ্পনী

আজও আছি
আহাদ আলী মোল্লা

আর পারি না ইস!
কে যে কখন খুব গোপনে
কার মুখে দেয় বিষ।

নই নিরাপদ দেশের মানুষ
দেখে বুঝেও হচ্ছে না হুঁশ
দেখছি কেবল হত্যা;
নেই স্বাভাবিক মরার মতোন
কোথাও নিরাপত্তা।

লেগেই আছে আতঙ্ক ভয়
হায় মসিবত কখন কী হয়
বুঝছি না মূল ভ্যান্ত;
এটাই আমার বাহাদুরি
আজও আছি জ্যান্ত!

খবর: (মেহেরপুরের কোমরপুরে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ)

Comments (0)
Add Comment