আজও আছি
আহাদ আলী মোল্লা
আর পারি না ইস!
কে যে কখন খুব গোপনে
কার মুখে দেয় বিষ।
নই নিরাপদ দেশের মানুষ
দেখে বুঝেও হচ্ছে না হুঁশ
দেখছি কেবল হত্যা;
নেই স্বাভাবিক মরার মতোন
কোথাও নিরাপত্তা।
লেগেই আছে আতঙ্ক ভয়
হায় মসিবত কখন কী হয়
বুঝছি না মূল ভ্যান্ত;
এটাই আমার বাহাদুরি
আজও আছি জ্যান্ত!
খবর: (মেহেরপুরের কোমরপুরে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ)