টিপ্পনী

কেমন যেন
আহাদ আলী মোল্লা

প্রতিদিনই খারাপ খবর
ছাড়ছে নাকো পাছ,
মহামারীর রূপ ধরেছে
করোনা ভাইরাস।

এর ভেতরেও ডেঙ্গু আছে
সে এক কঠিন রোগ,
ঘণ্টা বাজাই আড়াল থেকে
কতো না দুর্যোগ।

চরের মানুষ হতাশ এখন
আসবে আবার বান,
এর ভেতরেও আঘাত হানে
অচেনা আম্পান।

কী করা যায় কোথায় যাবো
পাচ্ছি না তো সুখ,
কেমন যেন ওলোট পালোট
তামাম এ মুল্লুক।

খবর: (ধেয়ে আসছে ঘুর্ণিঝড় আম্পান)

Comments (0)
Add Comment