লাভ করেছো কী কী
আহাদ আলী মোল্লা
এক বিছানায় ঘুমাই থাকি
এক হাঁড়িতে খাই,
ভালো মন্দ দুঃখ খুশি
সমান সমান পাই।
আর;
আমরা দুজন এ সংসারের
সমান ভাগিদার।
প্রাণের স্বামী জানের স্বামী
সাজলে তুমি কত্তা
করলে আমায় হত্যা
তোমার কাছে রইলো নাতো
আমার নিরাপত্তা।
তুমিও তো ফাঁসির দড়ি
পরলে গলায় ঠিকই,
আমায় মেরে বলো তুমি
লাভ করেছো কী কী?
সূত্র: (কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি)