টিপ্পনী

সাবধানে কিনিস

আহাদ আলী মোল্লা
চালের বাজার ফুলছে রোজই
যায় না বোঝা হেতু,
ভয় কি তাতে চাউল পাবে
তিরিশ কেজি কেতু।

তিরিশ কেজি চাল কিনে সে
মাস চালাবে তাতে,
খাবে বাড়ির সবাই মিলে
সকাল দুপুর রাতে।

কিন্তু সেদিন চাল কিনে সে
রাখলো ঝোলা খুলে,
দশ কেজি চাল কে নিয়েছে
কখন মনের ভুলে।

তিরিশ কেজি চাউল শেষে
মেপে হলো বিশ,
গরিব দুখী তোরা এ চাল
সাবধানে কিনিস।

সূত্র (ঝিনাইদহে ১০ টাকা কেজি দরের চাল নিয়ে চালবাজি)

Comments (0)
Add Comment