ঘটির তলায় জিরো
আহাদ আলী মোল্লা
ওরা থাকে সন্ধ্যা-সকাল
বখাটেদের সঙ্গে,
পাংকু মেরে ঘোরে ফেরে
হরেক রকম ঢঙ্গে।
ইয়াবা ও গাঁজা সেবন করে বেড়ায়
এদিক ওদিক রাতবিরাতে চরে বেড়ায়
আঁটে নানান ফন্দি;
হঠাত সেদিন বাইরে এসে
অনেকে হয় বন্দি।
মুচলেকা দেয় বাড়ি ফেরে
জ্বালিয়ে লাল বাতি,
ওদের ভেতর হাজার গলদ
আর খালি খাজলাতি।
ভাবের বেলায় বাপ রে বাবা
একেকটা এক হিরো,
কামের বেলায় শূন্য কলস
ঘটির তলায় জিরো!
সূত্র: (আলমডাঙ্গায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে আটকের পর অভিভাবকের জিম্মায় মুক্তি)