আহাদ আলী মোল্লা
লসের ওপর লস
আহাদ আলী মোল্লা
চিনি কলের গায় গতরে
শুধু কিলের দাগ,
লাভ যেটুকু আসো নাকি
হয় লুটপাট ভাগ।
নেতারা খান, খান অফিসার
তলায় করে লিক,
বাইরে খুবই চকচকা ভাব
আনকোরা সব ঠিক।
ভেতর ভেতর জীর্ণ-জ্বরা
দৈন কাহিল তাই,
দুর্নীতিবাজ শ্রমিক মজুর
হিসাব করে খায়।
লুটিংপাটিং চলে বেজায়
হাতিয়ে নেন বস,
যাচ্ছে বারো মিলের বারো
লসের ওপর লস।
সূত্র: (মোবারকগঞ্জ সুগারমিলে ২ কোটি টাকা লোকসান)