টিপ্পনী

ভৌতিক বিল

 

একশো টাকার বিল দিয়েছে
পাঁচশো টাকায় ধাক্কা,
ধার বাকি নেই নগদ প্রদান
বলছি কথা ছাক্কা।

ওই বিদ্যুত খুব ধড়িবাজ
শঠ ফাঁকিবাজ পাক্কা,
বিল করে দেয় আন্দাজে সব
অলীক ভুয়া ফাঁক্কা।

এও দেখি এক হাল জামানার
দুঃসাশনের চাক্কা
দেয় ঘুরিয়ে এই সমিতি
যায় সয়ে ভাই-কাক্কা।

ভৌতিক বিল? ওদের নামে
অভিযোগ এক ঝাঁক্কা,
বললে খবর লাইন কাটিং
তাই চুপচাপ থাককা।
সূত্র: (জীবননগরে পল্লী বিদ্যুতের ভৌতিক বিল)
১২.০৮.২০১৭

 

Comments (0)
Add Comment