ওসব নাতি ভোল
আহাদ আলী মোল্লা
আটের ফাঁসি কমে কমে
নামলো এসে দুইয়ে?
নাতিকে কয় দাদু হেসে
বুঝবিনে রে তুই এ।
যাদের দেহে শক্তি বেশি
শক্ত ভীষণ মাংস পেশি
তারা গায়ের বল খাটিয়ে
ছিঁড়ে ফেলে আইন;
ব্যাপারটা নয় ফাইন।
কিন্তু কিছু যায় না বলা
বললে ক্যাডার শাসায়,
উল্টো মিছে মামলা দিয়ে
বাদীকে ফের ফাঁসায়।
এমন দশায় পড়লে মশাই
সব বেটা খায় ঘোল,
ওদের নিয়ে কোসনে কথা
ওসব নাতি ভোল।
সূত্র: (বিশ্বজিৎ হত্যায় শাকিল ও রাজনের মৃত্যুদ- বহাল)
০৭.০৮.২০১৭