টিপ্পনী

ছবক
আহাদ আলী মোল্লা

চাঁদা কি আর খেল তামাশা
ছেলের হাতের মোয়া,
আপছে তবিল ভরতে হলে
লাগে মায়ের দোয়া।

যাকগে ওসব ভেলকা বুলি
কাজের কথায় আসি,
হয়তো অনেক নাম শুনেছো
জেল কারাগার ফাঁসি।

শোনার কাঙাল ছিলে বাবা
ভোগের কাঙাল হও,
চান্দাবাজির মামলা নিয়ে
দালান ঘরে রও।

এই দালানের মরতোবা খুব
যাও নসিহত নিয়ে,
লাগবে কাজে এসব ছবক
লাল দালানে গিয়ে।

 

সূত্র: (চুয়াডাঙ্গায় চাঁদার টাকা আদায়ের সময় তিন যুবক আটক)
০৬.০৮.২০১৭

 

Comments (0)
Add Comment