খবর: (চুয়াডাঙ্গার নয় মাইলে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ)
আহা রে মুশকিল
পরের বধূ বেজায় মধু
খাইতে গেলেন তোতা
কিন্তু এমন বেপরোয়া
সাহস পেলেন কোথা।
কাজ করেছেন ইনিবিনি
ইয়ে মানে ছিনিমিনি
রাতবিরাতে খেলেন তিনি
কিন্তু করার কী;
পচা কাজের গুষ্টি কিলাই
বদের গোড়া ছি!
পরের সাথে সেদিন রাতে
ধরা পড়েন হাতেনাতে
খেলেন ঘুষি কিল;
লেজে গোবর দশা ছেলের
আহা রে মুশকিল!