টিপ্পনী

ফকিরনিদের ছেলে

গাঁজা খেকোর বাপের মুলুক
এ তল্লাটও তার,
টানবে গাঁজা কিছু বলার
সাধ্য আছে কার?

ইভটিজিংও করবে বটে
বুদ্ধি ভীষণ মাথার ঘটে
বলার আছে কে রে,
করলে বারণ বেতাল বিপদ
মাথা ফাটায় মেরে।

সঙ্গী হয়ে ঘোরে ফেরে
তিন বখাটেই এক,
ভয়ে ওদের খারাপ কাজের
দিচ্ছে না কেউ ঠ্যাক।

একটা কথা শুনে রাখুন
ফকিরনিদের ছেলে,
বাড়লে বেশি ক’দিন পরে
ঠিকই যাবেন জেলে!
সূত্র: (গাংনীতে গাঁজা সেবনের প্রতিবাদ করায় তিন বখাটের হাতে মাথা ফাটলো ছাত্রের)
২৪.০৭.২০১৭

Comments (0)
Add Comment