টিপ্পনী

শুভঙ্করের ফাঁকি
বিল পরিশোধ করতে টাকা
বাকশে টাকা রাখছি,
একশোভাগই তাও বেমালুম
আঁধার ঘরেই থাকছি।

হারিকেনের আলোও আছে
সঙ্গে তালের পাখা,
বিদ্যুত বিল দিয়ে শুধু
গুনছি নগদ টাকা।

ঘরে ঘরে বিদ্যুত কই
আছে কেবল লাইন,
পান থেকে চুন খসলে আবার
দিতেও হবে ফাইন।

তারচে’ বরং লাইন কাটো
আগের মতো থাকি,
ভাল্লাগে না বিদ্যুত তোর
শুভঙ্করের ফাঁকি।
সূত্র: (চুয়াডাঙ্গায় মেঘ দেখে ভয়ে মুখ লুকোয় বিদ্যুত)
২৩.০৭.২০১৭

Comments (0)
Add Comment