টিপ্পনী

শিশু নির্যাতন
কর্তা মারেন গিন্নি মারেন
একটা অবুঝ শিশুকে,
মেরে ধরে দাঁত কেলিয়ে
হাসেন তারা কী সুখে!

সবাই মারে সবাই শাসায়
কাটায় গলদ সাধুতায়,
কিল বসিয়ে শিশুর পিঠে
দেখায় মারের জাদু তাই।

সব হারামির জল্লাদি ভাব
হার মানালো পশুদের,
জখম শিশুর জন্যে কে আর
যোগান দেবে ওষুধের।

কাতর শিশুর কান্না ভাসে
কে দেখাবে দরদ,
শিশুর ওপর বাহাদুরি
আহা রে কী মরদ!

সূত্র: (আলমডাঙ্গার দুর্লভপুরে নির্যাতন করে হাত ভেঙে দেয়া হলো এক শিশুর)
২১.০৭.২০১৭

Comments (0)
Add Comment