টিপ্পনী

একসাথে দুই চাকরি
এক সাথে দুই চাকরি করি
তুচ্ছ বিধি আইন,
একটা ধরি একটা ছাড়ি
আহা রে বেশ ফাইন।

কার ইশারায় হচ্ছে নিয়োগ
কেউ বোঝে না এ যোগ বিয়োগ
তুলছি বেতন তুলছি বোনাস
তাতে কি আর ভয় করি;
তুঘলিক নয়ছয় করি।

বড় সাহেব কর্তা মশাই
মোটা মোটা দানও বসায়
সরকারি ওই কোষাগারের
কৌশলে বেশ পয়সা খসায়।

ওদের কিছু হয় না কারণ
ওসব কথা বলা বারণ
রাঘববোয়াল সঙ্গে আছে
ধরবে চেপে টুটি;
মিছে মিছে ভাবছো কেন
তুমি হে তিতপুঁটি।

সূত্র: (আলমডাঙ্গা ডিগ্রি কলেজে নজিরবিহীন দুর্নীতি)
২০.০৭.২০১৭

Comments (0)
Add Comment