টিপ্পনী

বিয়ের কাজি
উনি হলেন কাজি
পয়সা হলেই রাজি
সঙ্গে যদি দিতে পারো
মাংস ইলিশ ভাজি
দেন করে কারসাজি।

বিপদ বাধা তাড়িয়ে দেন
কনের বয়স বাড়িয়ে দেন
ধরে বেড়ান ধামা;
ওনার কাছে আছে দু’খান
নকল কাবিলনামা।

প্রশাসনের লোকরা এলেই
মিথ্যা বলেন হুড়িয়ে,
বর-কনেদের পিতা-মাতার
জান দুটো যায় জুড়িয়ে।

দোষ যত সব কাজির
বাসা ফাঁকিবাজির।

সূত্র: (গাংনীতে ঠেকানো গেল না দশম শ্রেণীর ছাত্রীর বিয়ে)

১৫.০৭.২০১৭

Comments (0)
Add Comment