তেমন কিছু নয়
ওনার আছে টাকার খামাল
রাঘববোয়াল তিনি,
চুনোপুঁটির জীবন নিয়ে
খেলেন ছিনিমিনি।
লক্ষ টাকার ঋণ গ্রহীতা
মকদ্দমায় ফাঁসে,
হাজার কোটি গায়েব করে
ঋণ খেলাপি হাসে।
ব্যাংকে কেলেঙ্কারির গাদা
দোষ কি এমন তাতে,
আমলা নেতা গিল্টি হলেই
হয় তাকে সামলাতে।
আমার দেশের মন্ত্রী মশাই
হরহামেশাই কয়,
টাকা পাচার রিজার্ভ চুরি
তেমন কিছুই নয়।
সূত্র: (বিদেশে টাকা পাচার তেমন কিছু নয় : অর্থমন্ত্রী)
১২.০৭.২০১৭