খুন জখমের বলি যারা
আমরা কেবল পথে ঘাটে
হাজার রকম লাশ দেখি,
হত্যা জখম খুন বিষ পান
গলায় দড়ি ফাঁস দেখি।
মাসে মাসে লাশের খামাল
মর্গে গিয়ে জমা হয়,
কতো খুনের মকদ্দমা
আপসরফায় ক্ষমা হয়।
প্রভাবশালীর খুনের বহর
থানায় গিয়ে পেশ হয়,
অর্থ দিয়ে অনেক কিছুই
চাপা পড়ে শেষ হয়।
খুন জখমের বলি যারা
গরিব মানুষ হলে,
সারা বছর থানা কোর্টে
চরকা হয়ে ঘোরে।
সূত্র: (আলমডাঙ্গায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা)
০৫.০৭.২০১৭