পারলে বুঝে ন্যাও
মাদক করেন পাইকারি সেল
ফটকা নেতার চ্যালা,
দেশ কাঁপানো রাঘবগুলোর
তারচে’ বেশি ঠ্যালা।
মাদক থাকে বদ কতিপয়
পোশাকধারীর ট্যারে,
সেই মাদকের জন্য দেশে
এত্তো বয়ান ক্যা রে?
জনখাটারা আটকা পড়ে
মালিক টাকার ধ্যানে,
বলতে পারো ওই ব্যাটারা
খায় না ধরা ক্যানে?
বিগ ভবনের লোকরা ওদের
ধরে আছে ম্যাও,
খুলে বলার সাহস কোথায়
পারলে বুঝে ন্যাও।
সূত্র: (ঝিনাইদহে ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক)
০২.০৭.২০১৭