টিপ্পনী

ছিনতাই
ছিনতাই ডাকাতি বা চুরি হয় রোজ
লোক মরে গুলি খেয়ে কে বা নেয় খোঁজ
সারা দেশে রোডে ঘাটে কত পড়ে লাশ
কোথা আছে স্বস্তির খাঁটি নিঃশ্বাস?

রাহাজানি চাঁদাবাজি তাও চলে ঠিক
জীবনের বাঁকে বাঁকে শুধু পাই ধিক
পত্রিকা টিভি খুলে দেখি শত গদ
মোট কথা দেশে নই কেউ নিরাপদ।

অনিয়ম দুর্নীতি সেও চলে ঢের
কেউ কেউ বলে এটা কপালের ফের
এই বলে বেমালুম চাপা পড়ে সব
আমাদের দেশে হয় সবই সম্ভব।

কোন ঘরে সাধু থাকে কোন ঘরে চোর
ভান করে খুঁজি যেই চোখে দেখি ঘোর
মোট কথা সবখানে শয়তানি চাল
নিমিষেই বাস ট্রেনে খোয়া যায় মাল।

সূত্র: (কালীগঞ্জে পিস্তলের খাপ মাজায় ঝুলিয়ে ছিনতাইয়ের চেষ্টা)
০১.০৭.২০১৭

Comments (0)
Add Comment