টিপ্পনী

দাদার বাড়িঈদ করেছি দাদার বাড়ি
শহর থেকে দূর,
যেইখানে রোদ খেলা করে
বাতাসে ভরপুর।

বাড়ির পাশে নদ নদীরা
যাই বয়ে খাল বিল,
আমার দেশের পাখির সাথে
ফুলের কত মিল।

ঈদে আসি দাদার বাড়ি
আবার ফিরে যাই,
শহর মানেই ব্যস্ততা খুব
বসার উপায় নাই।

নাড়ির টানে বারে বারে
ঈদে ফিরে আসি,
আমার গ্রাম আমার বাড়ি
অনেক ভালোবাসি।
সূত্র: (ঈদুল ফিতর উদযাপিত)
২৯.০৬.২০১৭

Comments (0)
Add Comment