পিরিত
আহাদ আলী মোল্লা
কার সাথে কার মন মিলে যায়
কার সাথে কে ভাগে,
যাওয়ার পরেই কপালে চোখ
কেউ বোঝে না আগে।
জাত বেজাতের প্রশ্ন কিসের
ভাগে মেথর মুচি,
জমলে খাতির মাথায় বিগাড়
রয় না অভিরুচি।
মন মজেছে ভালোবাসায়
ভাল্লাগে না ঘরে,
তাই বেশরম নারী-পুরুষ
প্রেমের খাঁদে মরে।
নইচে বিয়ের কী দাম দেখুন
দু’মাস যখন পেরোয়,
টাকার অভাব থাকলে পিরিত
জালনা দিয়ে বেরোয়।
সূত্র: (আলমডাঙ্গার কুলপালায় রাজমিস্ত্রির সাথে স্কুলছাত্রী অজানার উদ্দেশে)
১৮.০৬.২০১৭