টিপ্পনী

চালের বাজার
আহাদ আলী মোল্লা

চালের হাটে কেউ যেয়ো না
কেউ নিয়ো না বাঁশ,
মোটা চালের কেজি টাকায়
দাম পুরো পঞ্চাশ।

আলু পটোল তেল পেঁয়াজের
তপ্ত গরম রেট,
মোকাম জুড়ে দরের আগুন
দেয় জ্বালিয়ে পেট।

গরিব দুঃখীর কাহিল দশা
পকেট ফাঁকা তাই;
কেমন করে বাঁচবে খাবে
মরছে আশঙ্কায়।

‘সামনে ওদের মেগা সুযোগ
দেবো নগদ নোট;
দশ টাকা সের চাল খাওয়াবো
আবার পেলে ভোট।’

সূত্র: (চালের বাজার নিয়ন্ত্রণহীন : বেকায়দায় নি¤œ আয়ের মানুষ)
১৭.০৬.২০১৭

Comments (0)
Add Comment