টিপ্পনী

নির্বাচনে জেতার পরে

নিজকে ছাড়া ভাবেন না,

টেরর পোষেন গ্রুপিং করেন

ঘুষ সেলামি বখরা ধরেন

হামবড়া সেই এমপিরা আর

মনোনয়ন পাবেন না।

ভুলে তাবৎ দলের রীতি

গডফদারের মতোন নীতি

কায়েম করে হাসিল করেন

নিজের যতো স্বার্থ,

আগাম ভোটে নমিনেশন

আর হবে না আর তো।

যারা বিভোর দুর্নীতিতে

খুবই খারাপ সুর নীতিতে

নেই জনতার সাথে যাদের

পোক্ত অবস্থান;

পাবেন না আর মনোনয়ন

সেসব মানিক চান।

সূত্র: (আগামী নির্বাচনে মনোনয়ন পাচ্ছেন না ১৩০ এমপি)

১৬.০৬.২০১৭

Comments (0)
Add Comment