টিপ্পনী

 

কুয়েতি এক জিন
নাচে ধিনাক ধিন
তাকে নিয়ে কবিরাজি
চলছে নিশি-দিন।

জিন করে ডান-বাম
কী যেন তার নাম
তাকে দিয়ে হয় রোজিনার
খুব বেশি ইনকাম।

সত্যি নয় এক চুল
ধাপ্পা এবং গুল
চাপাবাজি তাও মানুষের
ভাঙছে নাকো ভুল।

হচ্ছে আদায় টাকা
কায়দা ঝাকানাকা
কবিরাজের পোয়াবারো
বুদ্ধিটা কী পাকা!

সূত্র: (দামুড়হুদার বিষ্ণুপুরে কুয়েতি জিনের নামে প্রতারণা)
১৫.০৬.২০১৭

Comments (0)
Add Comment