টিপ্পনী

পাহাড় ধস
আহাদ আলী মোল্লা

ওরা সবাই মিলে-
পাহাড় নদী বনবনানী
খাচ্ছে গিলে গিলে।

খাল জোল বিল দিঘি বাঁওড়
ডোবা নালা পুকুর হাওড়
তীর চর খাস জমি;
করছে হজম তার তালিকা
দিলাম তো খুব কমই।

সামনে যা পায় হামারে খায়
রাজার মতোন ভোজন,
ভুঁড়ির আকার গুঁড়ির সাইজ
কয়েক মে.টন ওজন।

প্রকৃতি তাই ভারসাম্য
হারিয়ে ওদের বশ,
নইলে কি আর বারে বারে
হচ্ছে পাহাড় ধস।

সূত্র: (পাহাড় ধসে সেনাবাহিনীর ৬ জনসহ নিহত ১২৫)
১৪.০৬.২০১৭

Comments (0)
Add Comment