টিপ্পনী

আহাদ আলী মোল্লা

নামেই শুধু বিয়ের ভাতার
মন্দ খারাপ কর্ম যা তার
বিয়াদ্দপের ধাড়ি;
জ্বলিয়ে দিলো জানটা আমার
দলিয়ে দিলো নাড়ি।

ভালো কাজের মুরোদ কী তার
বুকে জ্বালায় আগুন চিতার
দেয় সিগারেট ছ্যাঁকা,
স্বামী ছাড়াই ভালো কাটে
একলা এবং একা।

সোয়ামি এক ভ- মাতাল
বন শুয়োরের মতোই দাঁতাল
মারে গিটে গিটে;
তার আঘাতে সারা দেহে
পড়েছে কালসিটে।

এমন স্বামীর মুখে ঝাঁটা
তিন তালাকে জানাই টা টা!

সূত্র: (আলমডাঙ্গার কায়েতপাড়ায় স্ত্রীকে সিগারেটের ছ্যাঁকা)
১৩.০৬.২০১৭

Comments (0)
Add Comment