টিপ্পনী:

 

 

খবর: (র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে তিয়রবিলার ওল্টু নিহত)

 

পরের ঘরে ঢিল ছুড়েছো

নিজের বাড়ি ইট

আগে ছিলো গোস্তাকি খুব

এখন তুমি ফিট।

 

গভীর রাতে গুলি খেলে

বলো কেমন মজা পেলে

ভাঙলো হাতের কব্জি দুটো

ভাঙলো পায়ের গিট।

 

হিসাব মেলাও কলম খাতায়

আস্ত তুমি চিট,

র‌্যাবের সাথে যুদ্ধে মরে

একটা ছোট কীট।

 

কীট মলো না মানুষ হলো

কী হলো ভাই কী হলো

মাঠের ভেতর হঠাত করে

র‌্যাবের গুলি হিট।

 

 

Comments (0)
Add Comment