টিপ্পনী:

 

 

খবর: (ব্যাংকে যাদের লাখ টাকা তারা সম্পদশালী)

 

মন্ত্রী আবুল মাল

বলেছিলেন কাল

লক্ষ টাকা থাকলে কারো

বদলে যাবে হাল।

 

তিনিই বড় ধনী

কেটে যাবে শনি

সাতসত্যি বাংলা এখন

বড় লোকের খনি।

 

মন্ত্রী খোঁজেন কর

খাবেন দুধের সর

লক্ষ টাকার ব্যাপার মানে

ফাঁকি শুভঙ্কর।

 

হেসেই ফালি ফালি

তিনি বলেন খালি

যার রয়েছে লক্ষ টাকা

সেই সম্পদশালী।

 

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment