টিপ্পনী

খবর: (আলমডাঙ্গায় ছয় বাড়িতে ডাকাতি)

দিনের বেলায় কাজ করে খাই
রাত্রে শুলাম যেই,
বাবরি চুলো ডাকাতগুলো
ডাক পাড়ে এই এই।

হকচকিয়ে উঠে দেখি
ঘাড়ের ওপর হেঁসো,
বললে কথা কোপ মেরে ছাই
করে দেবে শেষও।

বললো ওরা যে যেখানে
চুপ করে থাক সবাই,
নড়ন চড়ন করলে তোদের
করে দেবো জবাই।

যার যেখানে যা যা ছিলো
করে দিলাম বের,
নইলে জীবন খতম হবে
বউ বিবিদের ফের।

-আহাদ আলী মোল্লা।
০১.০৬.২০১৭

Comments (0)
Add Comment