টিপ্পনী:

 

 

খবর: (কালীগঞ্জে বাফার গুদামের দুই ইউনিটে জমাট বাঁধা সার গুড়ো করা হচ্ছে)

 

সবখানে খুব ফাকির লড়াই

পড়ছি সবাই ফাঁকে

বলবো এসব কাকে

সরল মনে আমরা কখন

পড়ছি যে কার ধাকে

কে সেই খবর রাখে

 

নকল ভেজাল দিয়ে দিয়ে

আমরা প্রায় শেষ

বেশ গোদারা বেশ

তোমরা মারো তেশ

তবু কিছু যায় না বলা

হায়রে আজব দেশ

 

অপরাধীর পাল্লা ভারি

তারাই করে মাতুব্বারি

গায় গতরে সব সয়ে যাও

বললে হবে কেলেঙ্কারি

 

আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment