টিপ্পনী

খবর: (চুয়াডাঙ্গার নেহালপুর ও গড়াইটুপির কয়েকটি গ্রামে অপরাধীদের অপতৎপরতা)

রাতের বেলা ঘরে শুয়েও
বড্ড লাগে ভয়,
আতকে উঠি মাঝে মাঝে
কখন কী যে হয়।

এই বুঝিরে ডাকাত এলো
এই বুঝিরে চোর,
এমনিভাবেই রাত পেরিয়ে
আসে হঠাত ভোর।

দিনের বেলায় কর্ম করি
হয় না রাতে ঘুম,
দিনে দিনে যাচ্ছে বেড়ে
অপরাধের ধুম।

নই নিরাপদ আমরা এখন
টেনশনে দিন যায়,
ফুটছে বোমা চারিদিকে
মরার আভাস পাই।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment